হেডলাইনস

Wednesday, August 24, 2016

rokey ador

বোল্ট এর বোল্ড মুহূর্ত!

২০ বছর বয়সী এক নারীর সঙ্গে দেখা গেছে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে। সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায় বোল্টের দুটি ছবি ও একটি ভিডিও। ছবিতে ২০ বছরের স্কুলপড়ুয়া জেডি দুয়ার্তির সঙ্গে বিশ্বের দ্রুততম মানবকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে।

এ ঘটনার ছবি ও ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ার পর উসাইন বোল্টের বান্ধবী ক্যাসি বেনেটকে ইন্টারনেটে ছবি, ভিডিও ভাগাভাগি (শেয়ার) করার জনপ্রিয় অ্যাপ্লিকেশন (অ্যাপ) ইনস্টাগ্রামে অনেকেই সান্ত্বনা দিচ্ছেন।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »