হেডলাইনস

Wednesday, August 17, 2016

Mr. Lolli Pop

বলিউডের রাজা কে? শাহরুখ খান নাকি অক্ষয় কুমার?

লিউডের তারকাদের নিয়ে সারা বছর বিতর্ক লেগেই থাকে। কে বড়, কে কার চেয়ে কতটা উজ্জ্বল, কার মুভি কত কোটি রুপি উপার্জন করল , কার মুভি বক্স অফিসে টপে আছে ! লড়াইটা সব চেয়ে বেশি জমে তিন খানের মধ্যে। তবে এই তিন খানের ভিতরে সম্প্রতি ঢুকে পড়েছেন আর দুই জন। তাদের একজন হল অক্ষয় কুমার আর অন্য জন হল হৃতিক রোশন। এবার বছর শেষে লড়াইটা হবে তিন খান আর অক্ষয় এবং হৃতিক এই পাঁচ তারকার মধ্যে

আমির খান, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের মধ্যেই গত কয়েক বছর ধরেই এই লড়াই চলছে। সালমান ও আমির খান দুই বছর ধরে একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে ছবি উপহার দিয়েছেন। ফলে আসল লড়াই বাকি তিন তারকার ভেতরে। এর মধ্যে হৃতিক রোশন পরপর দুটি ছবি, ‘ব্যাং ব্যাং’ ও ‘মহেঞ্জো দারো’ বক্স অফিসে সাড়া ফেলতে না পারায় পিছিয়ে পড়েছেন অন্য সবার থেকে। বাকি থাকল দুইজন। অক্ষয় ও শাহরুখ। লড়াইটা বর্তমানে এদের ভিতর চলছে।
যদিও ‘শাহরুখ’ নামের ভিতরই একটা জনপ্রিয়তা আছে। কিন্তু বক্স অফিসে নামের চেয়ে আয়ের দিক বেশি দেখে । আর বক্স অফিসে শাহরুখ থেকে অক্ষয়ের আয় এখন অনেক বেশি। তাই অক্ষয় কুমার এখন বলিউডের বড় তারকা। অক্ষয় এখন বছরে তিনটি ছবি করেছেন। সেগুলো থেকে তার আয় শাহরুখের চেয়ে অনেক বেশি। গত তিন বছরে শাহরুখ করেছেন মাত্র তিনটি ছবি—‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’ ও ‘ফ্যান’। অন্যদিকে অক্ষয় করেছেন ১০টি ছবি। সেগুলো হচ্ছে ‘আ সোলজার ইজ নেভার অব ডিউটি’, ‘ইটস এন্টারটেইনমেন্ট’, ‘দ্য শৌকিনস’, ‘বেবি’, ‘গাব্বার ইজ ব্যাক’, ‘ব্রাদার্স’, ‘সিং ইজ ব্লিং’, ‘এয়ারলিফট’, ‘হাউসফুল থ্রি’ ও ‘রুস্তম’।
আয়ের দিক থেকেও গত তিন বছরের হিসাবে অক্ষয়ের চেয়ে পিছিয়ে আছেন কিং খান শাহরুখ। সুতরাং সিনে পাড়ায় গুঞ্জন উঠতেই পারে—আসল রাজা তাহলে কে?

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »