আমাদের মধ্যে অনেকেই ফুটপাত থেকে জামাকাপড় কিনে থাকেন। পোশাক সত্যি সত্যি যাতে দামি দেখায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। আর তাই জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কি- – রাস্তা থেকে কিনে আনা পোশাকটি নিজের শরীরে মাপ মতো ফিটিং করিয়ে নিন। তাহলে সেটি পরলে আপনাকে কমদামি বোঝা যাবে না। সেই সাথে আরও ভালো দেখাবে আপনাকে।
এক রঙের কোনও পোশাক কিনে এনেছেন। এবার তার উপর নিজের পছন্দের রঙিন কোনও কাপড়ের পকেট বসিয়ে নিতে পারেন। পোশাক যে দামেরই কিনুন, তার যথাযথ যত্ন প্রয়োজন। তাই যেসব পোশাক ড্রাই ওয়াশে দেওয়া দরকার সেগুলি বাড়িতে নিজে হাতে না কেচে ড্রাই ক্লিনেই পাঠানো উচিত। এতে পোশাক ভালো থাকবে। – কাপড় ধোওয়ার পর অবশ্যই আয়রন করে নিন। তবেই সেটা স্মার্ট দেখাবে।