হেডলাইনস

Wednesday, August 17, 2016

10gag

স্মার্টফোনের ব্যাটারি কিভাবে বাড়াবেন???

খুব সহজেই কিছু ট্রিকস, এ্যাপ আর টেকনোলোজিকে ব্যাবহার করে আপনার স্মার্টফোনের ব্যাটারিকে আরো দীর্ঘস্থায়ী করতে পারবেন।
১। ডিসপ্লের উজ্জলতা কমিয়ে রাখুন এতে করে আগের থেকে বেশিক্ষন চার্জ থাকবে।
২। কালো বা অন্ধকার ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করুন।
৩। এ্যান্ডোয়েড ৫.০ বা এর পরবর্তি কোন ভার্সন চালান তাহলে দেখবেন সেটিংসে লো পাওয়ার মোড নামে একটি মোড আছে। সেটা অন করলেই আপনার ফোনের ব্যাটারি আরো অনেকক্ষন থাকবে।
৪। লক স্কিন নোটিফিকেশন চালু করুন। তাহলে ফোন আনলক না করেই নোটিফিকেশন পরতে পারবেন।
৫। লোকেশন অফ রাখুন।
৬। অপ্রয়োজনীয় সময় অ্যাপ অফ রাখুন।
৭। অন্য কোন ব্যাটারি ব্যাবহার থেকে বিরত থাকুন। যে ব্যান্ডের ফোন সেই ব্র‍্যান্ডের ব্যাটারিইই ইউজ করুন।
৮। ডিসপ্লে টাইমআউট ১৫-৩০ সেকেন্ড রাখুন।
৯। কালারফুল ইমেজ ব্যাবহার থেকে বিরত থাকুন। ১০। ডিফল্ট চার্জারটিই ইউজ করুন। অন্য কোন চার্জার ইউজ করবেন না।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »