হেডলাইনস

Tuesday, August 23, 2016

Mr. Lolli Pop

অবাক করা কাণ্ড ৫০০ টি প্রেমের প্রস্তাব জেলে বসেই

কারাগারে থেকেও এভাবে প্রেমের প্রস্তাব পাবেন তা ভাবতেও পারেননি ব্রিটিশ মেয়ে মিচেয়েলা ম্যাককোলাম। ২৩ বছরের এই যুবতী কোকেন পাচার করার সময় পেরুর লিমা এয়ারপোর্টে গ্রেফতার হয়েছিলেন কয়েক বছর আগে। ব্যাগে ভরে দেড় লাখ মার্কিন ডলারের মাদক নিয়ে যাচ্ছিলেন স্পেনে। কিন্তু সে পর্যন্ত পৌছানোর আগেই ধরা পড়ে যান পেরুতে।


সেখানে যাবার পর দেখলেন, জেলার তার প্রেমে পড়ে গেছেন! মিচেয়েলার জন্য তিনি খাবার এনে দিতেন। ফেসবুক ব্যবহার করতে দিতেন। বই পড়তে দিতেন। তিন বছর জেলে ছিলেন এই সুন্দরী তরুণী। এই সময়ের মধ্যে তিনি পেয়েছিলেন কমপক্ষে ৫শ টি প্রেমের প্রস্তাব সম্বলিত চিঠি। অনেকে আবার গিফটও পাঠিয়েছেন। এমনকি কারাগারে কয়েকজন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। জেলের আরেক কর্মকর্তা বলেছিলেন, তাকে বিয়ে করলে জেল থেকে ছেড়ে দেয়া হবে। তবে কাউকে বিয়ে করতে হয়নি। সাজা শেষ করে সম্প্রতি তিনি ঘরে ফিরে গেছেন।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »