
সেখানে যাবার পর দেখলেন, জেলার তার প্রেমে পড়ে গেছেন! মিচেয়েলার জন্য তিনি খাবার এনে দিতেন। ফেসবুক ব্যবহার করতে দিতেন। বই পড়তে দিতেন। তিন বছর জেলে ছিলেন এই সুন্দরী তরুণী। এই সময়ের মধ্যে তিনি পেয়েছিলেন কমপক্ষে ৫শ টি প্রেমের প্রস্তাব সম্বলিত চিঠি। অনেকে আবার গিফটও পাঠিয়েছেন। এমনকি কারাগারে কয়েকজন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। জেলের আরেক কর্মকর্তা বলেছিলেন, তাকে বিয়ে করলে জেল থেকে ছেড়ে দেয়া হবে। তবে কাউকে বিয়ে করতে হয়নি। সাজা শেষ করে সম্প্রতি তিনি ঘরে ফিরে গেছেন।