শতবর্ষী কোপায় খেলতে পারেনি নেইমার, সেই আক্ষেপ ভুলে অলিম্পিকে মনোযোগ দিয়েছে তা হন্ডুরাসকে ৬-০ গোলের ব্যাবধানে হারানোতেই বুঝিয়ে দিয়েছে।
সেই সাথে নেইমার খেলা শুরুর ১৫ সেকেন্ডের!!! মাথায় গোল করে বিশ্বরেকর্ড করে ফেলেছে যা আগে কখনো অলিম্পিক ইতিহাসে হয় নাই।