হেডলাইনস

Friday, August 19, 2016

SRS

মুখোমুখি রণবীর সিং Vs শহিদ কাপুর

রণবীর সিং ও   শহিদ কাপুর মুখোমুখি

 

সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’র কাজ শুরু হয়েছে । কিন্তু এরই মধ্যে রণবীর সিংয়ের ওপর নাখোশ হয়েছিলেন  সঞ্জয় লীলা বানশালি ।
      এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ছবিতে শহিদ কাপুরের চরিত্র নিয়ে অনিশ্চয়তায় আছেন রণবীর সিং। আর এজন্যই নাকি এরুপ প্রতিক্রিয়া ।
একটি সূত্র বলেছে, এই ছবিতে রণবীরের চরিত্রে নেতিবাচক। কিন্তু শক্তিশালী। সঞ্জয় লীলা বানশালি তার জন্য কিছু ভাল সংলাপ ও দৃশ্য রেখেছেন। কিন্তু শহিদ কাপুর পদ্মাবতীর স্বামী  হিসেবে আবির্ভূত হওয়ায় রণবীর ও পরিচালকের মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। 
  ছবিতে ভাল চরিত্র ও রণবীরের সমান হওয়ার শর্তে এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন শহিদ।  এই প্রথম সে কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। যেখানে রণবীরকে ভাল ইমেজের বাইরে যেতে হচ্ছে সেখানে শহিদ একজন আকর্ষণীয় ভারতীয় রাজা চরিত্রে অভিনয় করছেন। আর এ নিয়ে দুশ্চিন্তায় থাকতেই পারেন রণবীরের।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »