পোকেমন গেইম খেলার পরামর্শ বিশেষজ্ঞদের
বর্তমানে কিছু শরীরে উপকারের জন্য পোকেমন গেইম খেইতে বলছেন ।
পোকেমনরা টিভির পর্দা ছেড়ে চলে এসেছে বাস্তবের দুনিয়ায়। ঘুরে বেড়াচ্ছে আমার আপনার মতো। কল্পনা হলে ও তাকে সত্য মে নে চলছে কেও কেও কিন্তু প্রকৃত পক্ষে তা শুধু একটা মোবাইল গেম। পোকেমন গো। যার নেশায় বুঁদ তামাম বিশ্ব।
পোকেমন ধরার নেশায় কেউ পড়ছেন দুর্ঘটনার কবলে, তো কেউ চলে যাচ্ছেন বাড়ি থেকে অনেক দূরে। আবার কেউ ভুলেছেন রাতের ঘুম। মোবাইল থেকে যেন চোখ সরছে না কারও। আপনার এই কাণ্ডতে আশেপাশের লোকজন যতই বিরক্ত হোন, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন পোকেমন খেলুন। কেন জানেন? ব্রিটেনের এক দল চিকিৎসক বলছেন, পোকেমন গো খুবই ভাল হেলদি গেম।
সম্প্রতি প্রকাশিত একটি প্রবন্ধে চিকিৎসক ম্যাক কার্টনি জানাচ্ছেন, পোকেমন ধরতে সব মিলিয়ে প্রায় ২২৫ কিলোমিটার হেঁটে ফেলেছেন এমন লোকও বিরল নয়। এত হাঁটার ফলে নূন্যতম ১২.৭ কেজি ওজন কমাতে সক্ষম হচ্ছেন গেমাররা। কিন্তু কিছু দিকে থেকে বিরত থাকতে বলছেন বিশেষজ্ঞরা ।