হেডলাইনস

Saturday, August 20, 2016

SRS

‘ধুম ৪’-এর ভিলেন দুই খান


 ‘ধুম ৪’-এর ভিলেন  শাহরুখ এবং সালমান

 


ধুম  ছবির বিশেষত্ব হল খলনায়ক হল আসল নায়ক। জনপিয় কিছু মুভির  মধ্যে একটি অতি জনপ্রিয়   মুভির নাম ‘ধুম’। ২০০৪ সালে মুক্তি  পায় যে এর পর আরও দু’টি ‘ধুম ২’ আর ‘ধুম ৩’ তৈরি করে যশরাজ ব্যানার।
   

      

       সিরিজের ‘ধুম ২’ আর এ ছবির ভিলেন চরিত্রে হৃত্বিক রোশন । বেশ কিছুদিন আগেই ছবির সাফল্য এবং জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিরিজের চার নম্বর ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ব্যানার। আর সবচেয়ে আগে এই ছবির ‘আসল’ চরিত্র অর্থাত্ ভিলেন চরিত্র বাছাটাই অত্যন্ত জরুরি কাজ। এর কিছুদিন পর বি-টাউনে আর একটা জল্পনা শুরু হয়। শোনা যায়, ‘ধুম ৪’-এর নেগেটিভ চরিত্রে নাকি সলমন খানকে চাইছে যশরাজ ব্যানার।

       কিন্তু বি-টাউনের এই দু’টি জল্পনা এখন চাপা পড়েছে নতুন একটা মিডিয়া রিপোর্টে। সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, প্রভাস বা সলমন নন, ‘ধুম ৪’-এর নেগেটিভ চরিত্রে দেখা যাবে সম্ভবত শাহরুখ খানকে। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে সলমন ও হতে পারেন  ‘ধুম ৪’-এর নেগেটিভ চরিত্রে.


     বলিউডে রোম্যান্সের বাদশা হিসেবে অদ্বিতীয় হলেও নেগেটিভ চরিত্রে যতবার তিনি অবতীর্ণ হয়েছেন, ততবারই ‘ম্যাজিক’ করে দেখিয়েছেন তিনি। তেমনি সালমান খান ও ।
এই খবর সত্যি কী না তা বলা এখনই সম্ভব নয়। কারণ এ বিষয়ে যশরাজ ব্যানার বা সালমান খান  বা শাহরুখের কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি। তার জন্য বোধহয় আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে আমাদের!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »