হেডলাইনস

Friday, August 26, 2016

SRS

মারাদোনা আবার ও মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য

মারাদোনা আবার ও মেসিকে  নিয়ে বিতর্কিত মন্তব্য

মেসিকে  নিয়ে বিতর্কিত মন্তব্য

মেসিকে নিয়ে আবার বিতর্কিত মন্তব্য । চিলির কাছে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার ফাইনালে  আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন লিওনেল মেসি।

     কিন্তু সেই সিদ্ধান্তে বেশিদিন টিকে থাকতে পারেননি মেসি। সেদিন মেসি বলেছিলেন, ‘‘আজই শেষ হল জাতীয় দলে আমার খেলা।
তিনি 2016 কোপা ফাইনাল ও বিশ্বকাপ ও ২০১৫র কোপা ফাইনাল এই চিলির বিরুদ্ধেই। কিন্তু মারাদোনা মনে করছেন পুরো ব্যাপারটিই মঞ্চস্থ করা হয়েছিল। মারাদোনা বলেন, ‘‘ও অকারণেই উত্যক্ত হয়েছিল। এ ছাড়া হারের জন্য তাঁকে কেউ দোষারোপ করেনি। তাহলে কেন মেসি অবসর ঘোষণা করল? ও দুম করে একটা কথা বলে দিল সবাইকে হতাশ করে।’’
তবে এই মাসের শুরুতেই আবার মেসি জানিয়ে দেন তিনি ফিরছেন জাতীয় দলে। দেশের কোচ এডগার বাউজা তাঁকে আবার জাতীয় দলের জার্সি পরতে বাধ্য করেন।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »