ভয়ানক অ্যাসিডের দাবানলে জীবনের ক্যাফেটেরিয়া
জীবনে চলার পথে আমাদের সঠিক শারিরীক গঠন অতি জরুরি । কিন্তু তার মধ্যে কোন অংশ যদি অচিরেই নষ্ট হয়, তবে আমাদের জীবনে দুঃখ এর সীমা থাকে না । তার মধ্যে ও যদি কেও এর দ্বারা ক্ষতি হয় তবে তো কোনো কথায়
নাই ।
অ্যাসিড হামলা, তালগোল পাকিয়ে যাওয়া চামড়া, অ্যাসিডের ঝাঁঝে জলন্ত একটা হৃদয়, তবু তাঁদের মুখে যেন হাজার ওয়াটের হাসি।
লোকে তাঁদের ‘পোড়ামুখী’ বলে বলুক, আজ তাঁরা ‘শিরোস’। হি-রো নয়, প্রকৃতই তাঁরা শি-রো।
আগ্রার বুকে ভালবাসার রাজপ্রাসাদের এক্কেবারে গা ঘেঁষে ভালবাসায় মাখামাখি আরও এক ‘প্রাসাদ’। হয়তো কাগজে-কলমে নয়, তবু তাঁদের কাছে তাজমহলের থেকে এই প্রাসাদ কোনও অংশে কম যায় না। সেই প্রাসাদের নাম ‘শিরোস হ্যাংআউট’। ক্ষুদ্র একটি ক্যাফেটেরিয়া।