করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর ষষ্ঠ কিস্তির প্রচার। নতুন মৌসুমের প্রথম পর্বেই করণের অতিথি কে হচ্ছেন।করণের টক শোর প্রথম পর্বের অতিথি হচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই সঙ্গে নাকি করণের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব শাহরুখ খানও থাকবেন অতিথির আসনে।
গৌরী শিন্ডে পরিচালিত আলিয়ার আসন্ন ছবি ডিয়ার জিন্দেগিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। ‘কফি উইথ করণ’-এর প্রচার ও ডিয়ার জিন্দেগির মুক্তি প্রায় কাছাকাছি সময়েই হবে। তাই তো করণ তাঁর আলোচিত টক শোর নতুন মৌসুমের শুভারম্ভ করার জন্য সবচেয়ে যোগ্য অতিথি হিসেবে আলিয়া ও শাহরুখকেই শেষ নাগাদ বেছে নিলেন।
গৌরী শিন্ডে পরিচালিত আলিয়ার আসন্ন ছবি ডিয়ার জিন্দেগিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। ‘কফি উইথ করণ’-এর প্রচার ও ডিয়ার জিন্দেগির মুক্তি প্রায় কাছাকাছি সময়েই হবে। তাই তো করণ তাঁর আলোচিত টক শোর নতুন মৌসুমের শুভারম্ভ করার জন্য সবচেয়ে যোগ্য অতিথি হিসেবে আলিয়া ও শাহরুখকেই শেষ নাগাদ বেছে নিলেন।