বিয়ের পিরিতে বসার জন্য মরিয়া ক্যাটরিনা!
বিয়ের পিরিতে বসার জন্য মরিয়া ক্যাটরিনা!
ভালবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধার জন্য স্বেচ্ছায় সফল কেরিয়ার ছেড়ে দিতে রাজি ক্যাটরিনা কইফ। তিনি বলেন ‘‘আমি বিশ্বাস করি, নিজের মন যা বলছে প্রত্যেক মেয়ের সেটাই করা উচিত।”
সম্প্রতি একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নায়িকা জানিয়েছেন, অনেক মহিলাই আছেন, যাঁরা কেরিয়ারকেই বেশি প্রাধান্য দেন। এমনকী কেরিয়ারের দিকে নজর দিতে গিয়ে অনেকেই বিয়েটাকে জরুরি মনে করেন না। আবার এমন অনেকে আছেন যাঁরা দু’টোকেই সমান তালে বজায় রাখতে পারেন। ক্যাটরিনার নিজেরও সংসার এবং কেরিয়ার দু’টোই পছন্দ। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর কাছে কেরিয়ারের থেকে অবশ্যই প্রায়োরিটি পাবে বিয়ে, সংসার এবং সন্তান।
katrina Kaif
hurricane katrina facts
katrina dancewear
hurricane katrina timeline
katrina name meaning
hurricane katrina pictures
katrina meaning
katrina name
katrina and the waves