হেডলাইনস

Sunday, August 21, 2016

SRS

উপজাতি এবং আধুনিক সমাজের বৈশম্য


উপজাতি এবং আধুনিক সমাজের  বৈশম্য




প্রায় আধুণিক সমাজ থেকে  বিচ্ছিন্ন একটি গ্রাম। তাছাড়া এই গ্রামই তাদের পৃথিবী। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার ওগি গ্রামে উপজাতির। ১৯০৯ সালে পর্তুগিজ ভূপর্যটক হেনড্রিকাস অ্যালবার্টাস লরেনজের তত্ত্বাবধানে একটি অভিযানকারী দল প্রথম পা রাখে পুনকক ত্রিকোরা পর্বতমালায়।



    সেখানেই দেখা মেলে দানি উপজাতির মানুষদের। এই উপজাতির নিজস্ব সংস্কৃতি, উৎসব এবং নানা সামাজিক আচার ধীরে ধীরে গোটা পৃথিবীর কাছে আকর্ষণীয় করে তুলেছে তাঁদের। প্রতি বছর অগস্টে দানিদের সবচেয়ে বড় বাৎসরিক উৎসব শুরু হয়।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »