পাড়ুকোন এবং ভিন ডিজেল 3X মুভি
অতি তাড়াতাড়ি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন এবং ভিন ডিজেল অভিনীত ‘XXX’-এর ট্রেলার। আর সেখানে অসাধারণ বোল্ড লুক আর অভিনয়ে মাত করেছেন দেশি গার্ল দীপিকা।
এ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। কিন্তু তা বলে দীপিকাকে হঠাৎ কোলে নিয়ে পালালেন কেন ভিন?
আসলে দীপিকা নিজের ফেসবুক পেজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন।