বিমানের ছোট জায়গায় যদি আপনার কষ্ট হয় তবে কাটতে পারেন এতিহাত এয়ারলাইনের টিকেট। তবে এর টিকেট কাটার আগে নিজের পকেট তা দেখে নিবেন অবশ্যই কারন এই এয়ারলানকে বলা হয় আকাশের পাঁচ তারকা হোটেল । তাই এর টিকেট সর্বনিম্ন দাম ২৫ লাখ টাকা
এই বিমানের লিভিং রুম এ থাকছে আরামদায়ক সোফা এবং ৩২ ইঞ্চি এলসিডি টিভি । রয়েছে ডাবল বেড ঘুমানোর জন্য । আরাম করে গোসল এর জন্য রয়েছে আলিসান বাথরুম । আর কিচেন এ চাইলে নিয়ে যেতে পারেন নিজের রাধুনিকে।
বিশাল এই এয়ারলানের ধারণ ক্ষমতা ৫০০ যাত্রী। উপভোগ করতে পারেন এই রাজকীয় জার্নি ।