হেডলাইনস

Tuesday, August 16, 2016

Mr. Lolli Pop

স্কাইপের সঙ্গে টেক্কা দেবে গুগলের ডুয়ো?

স্কাইপ, মেসেঞ্জার, ফেসটাইমের মতো ভিডিও কলিং অ্যাপগুলোকে টেক্কা দিতে ডুয়ো নামের একটি অ্যাপ আনল গুগল। ডুয়োর বিশেষ ফিচার হচ্ছে ‘নক, নক’। এ ফিচার দিয়ে কে ভিডিও কল করছে, তার পরিচয় আগে থেকে জানা যাবে। 
এ বছরের মে মাসে ডুয়ো অ্যাপটি আনার ঘোষণা দেয় গুগল। আজ মঙ্গলবার গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ও আইওএসে বিনা মূল্যে উন্মুক্ত করল প্রতিষ্ঠানটি। 
অ্যাপলের ফেসটাইমের মতো ডুয়ো অ্যাপ্লিকেশনটি চালাতে ফোন নম্বর প্রয়োজন হবে। অন্যান্য ভিডিও কলিং অ্যাপগুলোতে অ্যাকাউন্ট খুলতে হয়। 
এর আগে হ্যাংআউট সেবার মাধ্যমে ভিডিও কল করার সুবিধা দিচ্ছিল গুগল। এখন হ্যাংআউটকে বিজনেস মিটিং সেবা হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। ডুয়োর পরিচয় দিচ্ছে বিনা মূল্যের ভিডিও অ্যাপ হিসেবে। 
ডুয়োর পাশাপাশি শিগগিরই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন অ্যালো উন্মুক্ত করতে পারে গুগল। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »