আজ মুক্তি পেয়েছে জ্যাকুলিন-টাইগারশ্রফ অভিনীত নতুন ছবি ‘এ ফ্লাইং জেট’। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী জ্যাকুলিন।
তবে সম্প্রতি ছবিটি সম্পর্কে নানা কথা বলতে গিয়ে এক নতুন তথ্য জানিয়েছেন এর পরিচালক রেমো ডিসুজা। টাইগারশ্রফের সঙ্গে একটি চুম্বনের দৃশ্য ছিলো জ্যাকুলিনের কিন্তু সেই চুমোর দৃশ্য করতে গিয়ে এতটুকু বিব্রত হয়নি জ্যাকুলিন । বরংচ সাবলীলভাবেই নির্মাতার কথামতো চুম্বনের দৃশ্যটি করছিলেন তিনি কিন্তু নির্মাতাসহ শুটিং টিমের সবাই অবাক। একি করলেন জ্যাকুলিন!
দৃশ্যটি ওকে হয়ে যাওয়ার পরও টাইগারকে জড়িয়ে চুমু খেয়েই যাচ্ছিলেন তিনি। এর মাধ্যমে সবাইকে চমকে দিলেন তিনি। বেশ কিছুক্ষণবাদে জ্যাকুলিন উপলব্ধি করেন বিষয়টি। আর তখন টাইগারকে ছাড়তেই শুটিং টিমের সবাই তালি দিয়ে বসেন। এতে খানিক লজ্জাবোধও করেন এ অভিনেত্রী।
পরে জ্যাকুলিন সবাইকে বললেন যে, আমি অভিনয়ের ভিতরে এতটাই ঢুকে গিয়েছিলাম যে শুটিং
শেষ হয়ে যাওয়ার পর নিজেকে ওখান থেকে সরাতে পারিনি তাই আমি আন্তরিক ভাবে দুঃখিত ।
এ বিষয়ে রেমো ডিসুজা বলেন, সিনেমাটি নিয়ে তার খুব প্রত্যাশিত। কারন সিনেমাটিতে জ্যাকুলিন ও টাইগার অসাধারণ অভিনয় করেছেন এই নিয়ে খুব আশাবাদি রেমো ডিসুজা।