ভারতীও সিরিয়াল কিরণমালা দেখা নিয়ে ৪ ঘণ্টা সংঘর্ষ চলে হবিগঞ্জের ২ দলের মধ্যে ।আহত হয় দশ জন। ব্রহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে সংঘর্ষ। সূত্র মতে সিরিয়াল দেখা নিয়ে ধল গাঁ এর সানু মিয়ার মেয়ে রেবার স্থা উক্ত গাঁ এর আকবর মিয়াঁর মেয়ে শেফালীয়ের ঝগড়া লাগে এবং পরে তা দুই পরিবারে এর মধ্যে ছড়িয়ে পরে। পরে এসে পুলিশ ঘটনা সাবাভিক করে।