ঘড়ির সেকেন্ডের কাটা এক ঘর পেরোতে না–পেরোতেই ৫৫ কোটি টাকা! কি বিশ্বাস হচ্ছে না তাই তো। কিন্তু এটাই সত্যি , আবার ভেবে বসেন না যেন কোন সপ্ন দেখছেন। কে আয় করেন এই ৫৫ কোটি টাকা তা শুনলে আপনি আরো অবাক হবেন। তার নাম হচ্ছে উসাইন বোল্ট। বিশ্লেষকেরা বলছেন, এবারের অলিম্পিকে ১০০ মিটার জয়ের ফলে প্রতি সেকেন্ড হিসেবে বোল্ট আয় করেছেন ৫৫ লাখ ব্রিটিশ পাউন্ড!
স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার দৌড়ে হ্যাটট্রিক সোনা জেতার কীর্তি গড়েছেন বোল্ট। সব মিলিয়ে এটি অলিম্পিকে তাঁর সপ্তম সোনা। এর ফলে আগামী ১ বছরে বোল্টের আয় দ্বিগুণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র বিজ্ঞাপন ও স্পনসরশিপ বাবদে বোল্টের আয় ৫৫ মিলিয়ন পাউন্ড হবে বলে মনে করা হচ্ছে। আর এ সবই সম্ভব কারন বোল্ট ১০০ মিটারে জিতেছেন বলে।
বোল্ট যদি হেরে যেত, এমনকি রুপা অথবা ব্রোঞ্জ জিতলেও বিজ্ঞাপন জগতে তাঁর দাম ধুম করে নেমে যেত। স্প্রিন্টের দুনিয়া এমনই। এখানে সবাই ১ নম্বরকে মনে রাখে। বিশ্বের দ্রুততম মানবকেই সবাই চেনে। কে ২ নম্বর বা ৩ নম্বর দ্রুততম মানব, এসব কেউ মনে রাখে না। আর কতজনই বা ২য় বা ৩য় এর খোজখবর নেয়।
আর বোল্টের এই যে দুনিয়া, তার সম্পূর্ণটাই আসে মাত্র ১০ সেকেন্ডের এক খেলায়। আরও পরিষ্কার করে বললে, এবার তো বোল্ট জিতেছেন ৯.৮১ সেকেন্ডে! অর্থাৎ এই ১০ সেকেন্ডের দৌড় বোল্টকে এনে দিচ্ছে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ড বোল্টকে এনে দিচ্ছে ৫৫ লাখ পাউন্ড। সে হিসেবেই বাংলাদেশি মুদ্রায় যেটি ৫৫ কোটি টাকার বেশি।
মাত্র ১০ সেকেন্ডের খেলাতেই এত কিছু বলে অবাক হবার কিছুই নেই অবশ্য। কারণ, এই ১০ সেকেন্ডের পেছনেই বোল্টদের সারা জীবনের সাধনা আর হাড়ভাঙা পরিশ্রম!