হেডলাইনস

Monday, August 22, 2016

SRS

জেনে নিন আপনার কম্পিউটারের সবচেয়ে বিপজ্জনক দশটি ভাইরাস

কম্পিউটারের সবচেয়ে বিপজ্জনক দশটি ভাইরাস


 ল্যাপটপের  বা কম্পিউটার জন্য  আতঙ্কের নাম হচ্ছে ভাইরাস।  ভাইরাস আপনার প্রিয় ল্যাপটপের  বা কম্পিউটার নিমিষেই নষ্ট করে দিতে পারে। তাই এসব ভাইরাসের ব্যাপারে সতর্ক থাকাটা অবশ্যই জরুরি।

    কনফিকার : কনফিকার ভাইরাস  প্রথম লক্ষ্য করা যায় ২০০৮ সালে । সাধারণত উইনডোজ অপারেটিং সিস্টেমকে ক্ষতি করে।  অ্যান্টি ভাইরাস কম্পিউটারে থাকলেও ডিজেবল করে খুব সহজেই অক্রান্ত করতে  পারে।
 
   জিউস :  জিউস ম্যালওয়ারের খোঁজ মেলে ২০০৭ সালে । এই ভাইরাস ইন্টারনেট থেকে আপডেট নিতে থাকে। সাইবার ক্রাইমের দুনিয়ায় এই ভাইরাস ভয়ঙ্কর। ব্যাঙ্ক বা বিভিন্ন বাণিজ্যিক সংস্থার গুরুত্বপূর্ণ নথি চুরি করার ক্ষমতা রয়েছে এই ভাইরাসের।



 কোয়াকবট : পাসওয়ার্ড চুরি করার জন্যউ যেন  কোয়াকবটের।  এই ভাইরাসের ২০১১ সালে খোঁজ মেলে। নেটব্যাঙ্কিং, কম্পিউটার লগইনের মতো মূল্যবান পাসওয়ার্ড চুরি করার ক্ষমতা রাখে কোয়াকবট।
 
  সাইকিপট : এটি এক প্রকার ট্রোজান হর্স ভাইরাস। ২০০৭ সালে এই ভাইরাস ধরা পড়ে। পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য চুরি করার দুরন্ত ক্ষমতা রয়েছে সাইকিপটের।

 এছাড়া ও রয়েছে জিউস গেমওভার,স্যান্ডওয়ার্ম,ব্ল্যাকপস,কলার ,মেলিসা, স্টাক্সনেট ,কোড রেড ,মাইডুম  মত ক্ষতিকর ভাউরাস ।
 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »