শীর্ষ দশ অভিনেতাই শাহরুখ খান ও অক্ষয় কুমার
শীর্ষ দশ অভিনেতাই শাহরুখ খান ও অক্ষয় কুমার
বলিউ়়ড বাদশা শাহরুখ খান দেশের গণ্ডি পেরিয়ে তিনি এখন বিশ্বের সর্বাধিক রোজগেরে নায়কদের তালিকাতেও জায়গা করে নিয়েছেন। সম্প্রতি ‘ফোর্বস’ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ২০১৫-১৬য় বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের তালিকা।
‘ফোর্বস’-এ প্রকাশিত সেই তালিকায় আট নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ। তবে শুধু শাহরুখ নন, এই তালিকার প্রথম দশে আছেন আর এক জন ভারতীয় অভিনেতা। তিনি অক্ষয় কুমার।
৩ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। আর তালিকার দশ নম্বরে থাকা অক্ষয় কুমারের বছরের মোট উপার্জন ৩ কোটি ১৫ লক্ষ মার্কিন ডলার।
‘ফোর্বস’-এ প্রকাশিত এই তালিকার প্রথম কুড়ির মধ্যে জায়গা করে নিয়েছেন আরও দুই ভারতীয় অভিনেতা। তাঁরা হলেন সলমন খান (১৪ নম্বরে) এবং অমিতাভ বচ্চন (১৮ নম্বরে)।
sharuk khan
srk news
shahrukh khan movies
akshay kumar
akshay kumar news
akshay kumar upcoming movies